শনিবার | ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৫৫
Logo
এই মুহূর্তে ::
বাংলাভাষার নেচিতে ‘ময়ান’ ও ‘শাহিস্নান’-এর হিড়িক : অসিত দাস একটু একটু করে মারা যাচ্ছে বাংলা ভাষা : দিলীপ মজুমদার রাজ্যে এই প্রথম হিমঘরগুলিতে প্রান্তিক চাষিরা ৩০ শতাংশ আলু রাখতে পারবে : মোহন গঙ্গোপাধ্যায় সামরিক জান্তার চার বছর — মিয়ানমার পরিস্থিতি : হাসান মোঃ শামসুদ্দীন ১৯ ফেব্রুয়ারি ও স্বামীজির স্মৃতিবিজড়িত আলমবাজার মঠ (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত চাষিদের বাঁচাতে রাজ্যের সরাসরি ফসল কেনার দাওয়াই গ্রামীণ অর্থনীতি আরও চাঙ্গা হবে : মোহন গঙ্গোপাধ্যায় বাংলার নবজাগরণের কুশীলব (সপ্তম পর্ব) : দিলীপ মজুমদার মোদীর মিডিয়া ব্যস্ত কুম্ভের মৃত্যুমিছিল ঢাকতে : তপন মল্লিক চৌধুরী রেডিওকে আরো শ্রুতিমধুর করে তুলেছিলো আমিন সায়ানী : রিঙ্কি সামন্ত গোপাল ভাঁড়ের আসল বাড়ি চুঁচুড়ার সুগন্ধ্যায় : অসিত দাস প্রতুলদার মৃত্যু বাংলা গানের জগতে অপূরণীয় ক্ষতি — মমতা বন্দ্যোপাধ্যায় : সুমিত ভট্টাচার্য মহারাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়, মিথ এবং ডিকনস্ট্রাকশন : অসিত দাস মহাকুম্ভ ও কয়েকটি প্রশ্ন : মৈত্রেয়ী ব্যানার্জী ভিয়েতনামের গল্প (শেষ পর্ব) : বিজয়া দেব কাশীকান্ত মৈত্রের জন্মশতবর্ষ উদ্‌যাপন : ড. দীপাঞ্জন দে অমৃতের সন্ধানে মাঘী পূর্ণিমায় শাহীস্নান : রিঙ্কি সামন্ত বাংলার নবজাগরণের কুশীলব (ষষ্ঠ পর্ব) : দিলীপ মজুমদার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে মহারাজা কৃষ্ণচন্দ্রের যোগ : অসিত দাস ‘হরিপদ একজন বেঁটে খাটো সাদামাটা লোক’-এর গল্প হলেও… সত্যি : রিঙ্কি সামন্ত রোহিঙ্গা সংকট — ফেলে আসা বছর ও আগামীদিনের প্রত্যাশা : হাসান মোঃ শামসুদ্দীন বাংলার নবজাগরণের কুশীলব (পঞ্চম পর্ব) : দিলীপ মজুমদার ‘রাঙা শুক্রবার অথবা কহরকন্ঠ কথা’ উপন্যাস বিষয়ে শতদল মিত্র যা বললেন রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয় : গোলাম মুরশিদ কেজরিওয়াল হারলো প্রশাসনের বিভিন্ন স্তরে অরাজকতা ও দায়িত্বজ্ঞানহীনতার জন্য : তপন মল্লিক চৌধুরী বাংলার নবজাগরণের কুশীলব (চতুর্থ পর্ব) : দিলীপ মজুমদার সাহেব লেখক দেড়শো বছর আগেই বলেছিলেন পঞ্চানন কুশারীর কবিয়াল হওয়ার সম্ভাবনার কথা : অসিত দাস বাংলার নবজাগরণের কুশীলব (তৃতীয় পর্ব) : দিলীপ মজুমদার সর্বপাপবিনাশীনি জয়া একাদশী ব্রত মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত বাংলার নবজাগরণের কুশীলব (দ্বিতীয় পর্ব) : দিলীপ মজুমদার বাজেটে সাধারণের জীবনমানের উন্নয়নের একটি কথাও নেই : তপন মল্লিক চৌধুরী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর  আন্তরিক শুভেচ্ছা শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

সুস্থতার চাবিকাঠি শীর্ষাসন : রিঙ্কি সামন্ত

রিঙ্কি সামন্ত / ১১১২ জন পড়েছেন
আপডেট সোমবার, ৭ মার্চ, ২০২২

“প্রেমতোষ বাবুর দাদা মহীতোষবাবু চিরকাল অপ্রকৃতিস্থ ছিলেন না। তিনি একটি পাঁচতারা হোটেলের হেলথ ক্লাবের ব্যায়াম নির্দেশক। সেখানে বিভিন্ন বয়সি স্থূলদেহী পুরুষ এবং মহিলার পরিচর্যা করে করে এখন সব কিছুই বড় বড় মোটা মোটা দেখেন। দানাদার দেখলে ভাবেন রাজভোগ, পাতে ছোট এক টুকরো মাছ দিলে বলেন এত বড় মাছ। অবশ্য প্রেমতোষ বাবুর ধারণা অতিরিক্ত শীর্ষাসন করে তাঁর দাদার এই অবস্থা। উলটো দিক থেকে দেখে দেখে দৃষ্টিভঙ্গিটাই পালটিয়ে গেছে।”

এটা নিছকই মজার। তারাপদ রায়ের একটি গল্পের অংশ। শীর্ষাসন স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবং শীর্ষাসনকে যোগাসনের রাজা বলা হয়।

করোনার তৃতীয় ঢেউ শান্ত হলেও অভিঘাত রেখে দিয়ে গেছে আমাদের জীবনে। দেখা দিচ্ছে নানান শারীরিক জটিলতা, পাল্লা দিয়ে বাড়ছে মনের অসুখ। মন ভালো থাকলে তবেই শরীরও ভালো থাকে। শরীর সুস্থ রাখতে দরকার সুষম আহার।

শারীরিক, মানসিক ও পৌষ্টিক এই তিনটিকে একত্রে নিয়ন্ত্রণে রাখতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য-এই ষড়রিপুর সংযম প্রয়োজনীয়। কাজটি খুব  সহজও নয়, এটি একটি সাধনা। ধৈর্য্য রাখতে পারলে সুফল নিশ্চিত।

সালম্বা শীর্ষাসন নামটি এসেছে সংস্কৃত শব্দ সালম্ব যার অর্থ “সমর্থিত”এবং শীর্ষ, Śīrṣa অর্থ “মাথা”, এবং আসন, আসন অর্থ “ভঙ্গিমা” বা “আসন”।

শীর্ষাসন নামটি তুলনামূলকভাবে সাম্প্রতিক, কিন্তু ভঙ্গিটি নিজেই অনেক পুরানো ও অন্যান্য নামে পরিচিত ছিল। এটি হঠ যোগ প্রদীপিকা এবং হঠ যোগের অন্যান্য শাস্ত্রীয় গ্রন্থে একটি মুদ্রা হিসাবে বর্ণিত ও বিপরিতা করণী হিসাবে অনুশীলন করা হয়েছিল। একাদশ শতকে হেমচন্দ্রের যোগশাস্ত্রে এর নাম ছিলো দুর্যোধনাসন (“দুর্যোধনের ভঙ্গি”) বা কপালীকরণ (“মাথার কৌশল”),; ত্রয়োদশ শতকে ‘মল্ল পুরাণ’ এ কুস্তিগীরদের জন্য এই আসনের নাম উল্লেখ করা হয়েছে ।

শিরশাসন অজস্র উপকারে ভরপুর। শীর্ষাসন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, রক্ত প্রবাহকে উন্নত করে, চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি মেলে। কৌষ্ঠ্য কাঠিন্য, বহুমূত্র, পেটফাঁপা, থাইরয়েডের সমস্যা প্রভৃতি রোগ থেকে সমাধান মেলে।

কাঁধ, ঘাড়,  এবং মেরুদণ্ডের হাড় শক্ত করতে করুন এই আসন। স্মৃতিশক্তি, আত্মবিশ্বাস, ধৈর্য্য বাড়াতে সাহায্য করে।

ত্বক উজ্জ্বল হতে শুরু করে এবং রিঙ্কেলস কমে যায়। বয়সকে ধরে রাখার একটি মোক্ষম উপায় শীর্ষাসন।

তবে অতি অবশ্যই একজন অভিজ্ঞ পেশাদারের নির্দেশনায় শুধুমাত্র আপনার ভাল শারীরিক স্বাস্থ্যের জন্য অনুশীলন করুন।

শীর্ষাসন করুন ধীরে ধীরে এবং একটি সময়ে একটি ধাপ নিন। হেডস্ট্যান্ড করার সময় কখনই তাড়াহুড়ো করবেন না কারণ এটি দুর্ঘটনার কারণ হতে পারে।

এই আসনটি করার জন্য একটি শান্ত ও নিরিবিলি জায়গা বেছে নিন।

প্রথমে হাঁটু গেড়ে বসে থাকুন। কনুই থেকে হাত ভূমি ছুঁয়ে আঙুলগুলো পরস্পরের মধ্যে শক্তভাবে ধরুন। যোগ মাদুর উপর আপনার মাথা নামিয়ে আনুন.

আপনার শরীরের ওজন আপনার নীচের শরীরে স্থানান্তর করুন এবং আলতো করে আপনার এক পা তুলুন। প্রথম পা উপরে যাওয়ার সময়, এটি ধীরে ধীরে অন্য পা দ্বারা অনুসরণ করা হয়।

মাথার কাছে হাতের তালু ভাঁজ করে বিশ্রাম দিন। এটি মাথার সমর্থন হিসাবে কাজ করে।দেহের ওজন মাথার উপর পড়বে ও আপনার শরীর সোজা আছে তা নিশ্চিত করুন।

হেডস্ট্যান্ড অনুশীলন করার আগে ২/৩ ঘন্টা না খাওয়ার চেষ্টা করুন। ভঙ্গিতে প্রবেশ করার আগে বডি ওয়ার্ম আপ করার জন্য হাল্কা এক্সারসাইজ করে নিন।

পেট ভর্তি করে ব্যায়াম করা যাবে না।। শীর্ষাসন করার অভ্যাস পাঁচ বছর বয়স থেকে শুরু করতে পারলে সবচেয়ে ভালো হয়।

জেট যুগের ইঁদুর দৌড়ে বাড়ছে কাজের চাপ, হারিয়ে যাচ্ছে মানসিক শান্তি, অবহেলিত হচ্ছে শরীর ফলে বাসা বাঁধছে শরীরে নানা রোগ। জীবন তো একটাই। বাঁচুন না আনন্দে। যত্ন নিন নিজের। একটু শরীর চর্চা করুন। অতি অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলুন। দেখবেন আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি আপনার হাতেই রয়েছে। জীবনটাই যোগ, যোগই জীবন।

Source : Various sources have been referred to for information.


আপনার মতামত লিখুন :

3 responses to “সুস্থতার চাবিকাঠি শীর্ষাসন : রিঙ্কি সামন্ত”

  1. Gargee rakshit says:

    খাঁটি কথা বটে।তবে ভেবেই তো ভয় পাচ্ছি। 🤪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন