শনিবার | ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:০৪
Logo
এই মুহূর্তে ::
বাংলাভাষার নেচিতে ‘ময়ান’ ও ‘শাহিস্নান’-এর হিড়িক : অসিত দাস একটু একটু করে মারা যাচ্ছে বাংলা ভাষা : দিলীপ মজুমদার রাজ্যে এই প্রথম হিমঘরগুলিতে প্রান্তিক চাষিরা ৩০ শতাংশ আলু রাখতে পারবে : মোহন গঙ্গোপাধ্যায় সামরিক জান্তার চার বছর — মিয়ানমার পরিস্থিতি : হাসান মোঃ শামসুদ্দীন ১৯ ফেব্রুয়ারি ও স্বামীজির স্মৃতিবিজড়িত আলমবাজার মঠ (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত চাষিদের বাঁচাতে রাজ্যের সরাসরি ফসল কেনার দাওয়াই গ্রামীণ অর্থনীতি আরও চাঙ্গা হবে : মোহন গঙ্গোপাধ্যায় বাংলার নবজাগরণের কুশীলব (সপ্তম পর্ব) : দিলীপ মজুমদার মোদীর মিডিয়া ব্যস্ত কুম্ভের মৃত্যুমিছিল ঢাকতে : তপন মল্লিক চৌধুরী রেডিওকে আরো শ্রুতিমধুর করে তুলেছিলো আমিন সায়ানী : রিঙ্কি সামন্ত গোপাল ভাঁড়ের আসল বাড়ি চুঁচুড়ার সুগন্ধ্যায় : অসিত দাস প্রতুলদার মৃত্যু বাংলা গানের জগতে অপূরণীয় ক্ষতি — মমতা বন্দ্যোপাধ্যায় : সুমিত ভট্টাচার্য মহারাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়, মিথ এবং ডিকনস্ট্রাকশন : অসিত দাস মহাকুম্ভ ও কয়েকটি প্রশ্ন : মৈত্রেয়ী ব্যানার্জী ভিয়েতনামের গল্প (শেষ পর্ব) : বিজয়া দেব কাশীকান্ত মৈত্রের জন্মশতবর্ষ উদ্‌যাপন : ড. দীপাঞ্জন দে অমৃতের সন্ধানে মাঘী পূর্ণিমায় শাহীস্নান : রিঙ্কি সামন্ত বাংলার নবজাগরণের কুশীলব (ষষ্ঠ পর্ব) : দিলীপ মজুমদার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে মহারাজা কৃষ্ণচন্দ্রের যোগ : অসিত দাস ‘হরিপদ একজন বেঁটে খাটো সাদামাটা লোক’-এর গল্প হলেও… সত্যি : রিঙ্কি সামন্ত রোহিঙ্গা সংকট — ফেলে আসা বছর ও আগামীদিনের প্রত্যাশা : হাসান মোঃ শামসুদ্দীন বাংলার নবজাগরণের কুশীলব (পঞ্চম পর্ব) : দিলীপ মজুমদার ‘রাঙা শুক্রবার অথবা কহরকন্ঠ কথা’ উপন্যাস বিষয়ে শতদল মিত্র যা বললেন রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয় : গোলাম মুরশিদ কেজরিওয়াল হারলো প্রশাসনের বিভিন্ন স্তরে অরাজকতা ও দায়িত্বজ্ঞানহীনতার জন্য : তপন মল্লিক চৌধুরী বাংলার নবজাগরণের কুশীলব (চতুর্থ পর্ব) : দিলীপ মজুমদার সাহেব লেখক দেড়শো বছর আগেই বলেছিলেন পঞ্চানন কুশারীর কবিয়াল হওয়ার সম্ভাবনার কথা : অসিত দাস বাংলার নবজাগরণের কুশীলব (তৃতীয় পর্ব) : দিলীপ মজুমদার সর্বপাপবিনাশীনি জয়া একাদশী ব্রত মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত বাংলার নবজাগরণের কুশীলব (দ্বিতীয় পর্ব) : দিলীপ মজুমদার বাজেটে সাধারণের জীবনমানের উন্নয়নের একটি কথাও নেই : তপন মল্লিক চৌধুরী
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর  আন্তরিক শুভেচ্ছা শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

শরীরকে সুস্থ রাখার জন্য গ্রীষ্মে প্রয়োজনীয় খাদ্যাভ্যাস : রিঙ্কি সামন্ত

রিঙ্কি সামন্ত / ৭৪১ জন পড়েছেন
আপডেট রবিবার, ১ মে, ২০২২

“যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, / জড় করে আনি সব—থাক সেই আশাতে”…সুকুমার রায়।

বাসনার সেরা বাসা যে রসনায় সে কথা মর্মে গাঁথা আছে বাঙালির। সেই রসনাকে রসে-বসে রাখতে বাঙালির অন্তহীন আগ্রহও সর্বজনবিদিত। যদিও গ্রীষ্মের ‘তাপস নিঃশ্বাস’-এ শরীর অস্থির প্রায় কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস।

বেশি করে শাকসবজি, ফলমূল ও প্রচুর পরিমাণে জল খেতে হয় সুস্থ থাকার জন্য। আসুন আজ জেনে নিই প্রথমে গ্রীষ্মের সব্জীর কথা।

সজনে : আমাদের বাংলায় প্রতিটি বাজারেই নির্দিষ্ট সময়ে সজনে ফুল, পাতা, ডাঁটা পাওয়া যায়। ঋগ্বেদ, অর্থশাস্ত্র, আয়ুর্বেদ রসায়ন, সুশ্রুত সংহিতা প্রভৃতি মূল্যবান গ্রন্থে এই ভেষজের বৃত্তান্ত পাওয়া যায়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সংক্রামক রোগের আগমন হয়ে থাকে। এগুলির অব্যর্থ ওষুধ সজনে। আধুনিক গবেষণা অনুযায়ী ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, বিটা ক্যারোটিন, ফলিক অ্যাসিড ও বিভিন্ন ভিটামিন থাকে সজনে তে।

ঢেঁড়শ : খেতে যেমন সুস্বাদু, রান্না করা যায় সহজে আর কম ক্যালোরি-বেশি ফাইবার যুক্ত ঢেঁড়শ হৃদরোগ, হাই ব্লাড প্রেসার, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে উপস্থিত ফলিক অ্যাসিড মহিলাদের গর্ভধারণে সাহায্য করে ও অকাল গর্ভপাত আটকায়। হাইপারগ্লাইসেমিয়া ও হাইপারট্রাইগ্লিসারিনের ক্ষেত্রে ডায়েটারী থেরাপির কাজ করে ঢেঁড়শ। তবে অতিরিক্ত ব্যবহার পেটের গন্ডগোল তৈরি করতে পারে। বাজার থেকে নিয়ে এনে নুন জলে ধুইয়ে সম্পূর্ণভাবে শুকিয়ে ফ্রিজে হাল্কা সুতির কাপড় জড়িয়ে রেখে দিলে টাটকা থাকে ঢেঁড়শ।

পটল: গ্রীষ্মে শরীর ঠান্ডা রাখতে, দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে, রক্তে শর্করা-কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে পটল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়ুর্বেদে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে পটল ব্যবহার করা হয়। গরমে শরীরে জলের ঘাটতি মেটায় পটল। কচি পটলের দানা কোষ্টকাঠিন্য সারায়। পটল ত্রিদোষ (বায়ু, পিত্ত, কফ) নাশ করে।

টমেটো : বাঙালির আমিষ বা নিরামিষ, তরকারি বা চাটনি, স্যালাড হোক বা স্যুপ সব রান্নাতেই এর উপস্থিতি কাম্য। কাঁচা টমেটোতে প্রায় ৯৪ শতাংশ জল থাকে। এতে উপস্থিত লাইকোপিন ও ভিটামিন সি ডিএনএ ড্যামেজ প্রতিরোধ করে। ক্যান্সারের ঝুঁকি কমাতে টম্যাটো খেতে বলা হয়। এছাড়া ডায়াবেটিস, অ্যানিমিয়া, হাই ব্লাড প্রেসার, স্কার্ভির সমস্যা কমাতে সাহায্য করে টমেটো। সান বার্ন রোধ করতে কাঁচা টমেটো ত্বকে লাগলে ভালো ফল পাওয়া যায়।

লাউ : গরমে শরীরে জলের অভাব মেটাতে (প্রায় ৯৬ শতাংশ জল থাকে) ও উত্তাপ থেকে বাঁচাতে গরমের স্বাস্থ্যকর সব্জী লাউ। লাউয়ে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ফোলেট, ভিটামিন, খনিজ ও পুষ্টিকর ফাইবার।

স্ট্রেসজনিত কারণে রাতে ভালো ঘুম না হলে নিয়মিত কিছুদিন রাতের খাবারে লাউয়ের ডাল, তরকারি বা অন্যকোন রেসিপি রাখলে উপকার পাবেন। এছাড়া কাঁচা আম, শসা, লাউ, ঝিঙে, কুমড়ো, উচ্ছে-করলা,বেগুন,কলমিশাক, পাটশাক খেতে পারেন এই গরমে সুস্থ থাকতে।

গ্রীষ্মকালে প্রকৃতি যেমন পৃথিবীর সমস্ত রস শুষে নেয় তেমনি বিভিন্ন ফলমূলের মাধ্যমে তা আমাদের ফিরিয়েও দেয়। এই সময় যে ফলগুলো পাওয়া যায় সেগুলো শরীরকে পুষ্টি ও বল প্রদান করে। সামগ্রিকভাবে শরীর ঠান্ডা রাখে।

আম : দেশের জাতীয় ফল ও স্বাস্থ্যকর হিসেবে আমের কদর রয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় আম ফলের রাজা। এটি বিভিন্ন প্রকার ভিটামিন, মিনারেলস ও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। আম গরমের তীব্র দাবদাহ থেকে রক্ষা করে প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। কাঁচা আম ভিটামিন “সি” ও পাকা আম ভিটামিন “এ” সমৃদ্ধ। এতে উপস্থিত ম্যাঙ্গিফেরিন (পলিফেনল) বিভিন্ন ধরনের ক্রনিক রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের অসুখ ইত্যাদি প্রতিরোধে সক্ষম। তবে অতিরিক্ত পাকাআম খাওয়া ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতিকর।

তরমুজ : তরমুজের অনেক গুন। আয়ুর্বেদে বলা হয় তরমুজ ক্ষুধাবর্ধক, তৃষ্ণা নিবারক, কামোদ্দীপক, রক্তবর্ধক। দেহের ওজন কমানো, হৃদযন্ত্রকে সুস্থ রাখতে, দাঁত পরিস্কার রাখতে, স্ট্রোক প্রতিরোধে এর জুড়ি মেলা ভার। সমীক্ষায় দেখা গেছে, তরমুজে ক্যালোরি কম, ফ্যাট নামমাত্র, ৯২ শতাংশ জল, সুগার ৬ শতাংশ ,খনিজও অন্যান্য মিলিয়ে ২শতাংশ। দুপুরে ভাত খাওয়ার পর তরমুজ খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়।

প্রায় একই গুণসম্পন্ন তরমুজের বীজ বাজারে চালমগজ দানা হিসেবে পাওয়া যায়। পোস্তর বদলে রান্নায় মগজদানা ব্যবহার করা হয়। খালিপেটে তরমুজ না খাওয়াই ভালো। হজমশক্তি কম থাকলে কম করে খেতে হবে।

লিচু : গরমের রসাল ফল। লিচু মিষ্টি স্বাদের বলবর্ধক, যকৃতের ক্রিয়াবর্ধক,ভুলে যাওয়ার রোগ প্রতিরোধে, অপুষ্টিতে, কোষ্ঠকাঠিন্য সমস্যায়, শরীর তরতাজা রাখতে বাজারে যতদিন লিচু পাওয়া যাবে খেয়ে নেবেন। গাজরের থেকে বিটা ক্যারোটিন অনেক বেশি থাকায় রাতকানা রোগের হাত থেকে লিচু ঔষধের কাজ করে। চুল আর দাঁতের সৌন্দর্য বাড়াতে রোজ ৪-৫টি লিচু খেতে পারেন।

তবে লিচু পাকানো বা সংরক্ষনের জন্য নানান বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় তাই খাবার আগে একঘন্টা জলে ডুবিয়ে রেখে ভালোভাবে ধুয়ে খাওয়া উচিত। পড়শি দেশ চীন থেকে এখন সারাবিশ্ব জুড়ে এর চাহিদা তুঙ্গে।

আনারস : “অরুচির রুচি হয় মুখে দিলে পর”, আনারসের অম্ল-মধুর রসে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, কপার, আয়রন, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ওমেগা ৩-৬ ফ্যাটি আসিড, ভিটামিন এ, বি, সি, ই, কে প্রভৃতি। আনারস হার্টের সুরক্ষায়, পেশি ও হাড়কে মজবুত করতে, কৃমি, বদহজম, হাঁপানি, কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তবে রসের অধিকমাত্রা জরায়ু সংকোচ করে। তাই গর্ভবতী মায়েদের আনারস না খাওয়াই ভালো।

পাকা আনারসের টুকরো নুন আর গোলমরিচ দিয়ে খেলে মহিলাদের মেন্সট্রুয়েসনের স্বল্পতায় কাজ দেয়।

গরমে রসাল ফল হিসেবে কাঁঠাল, জাম, বেল, সপেদা, জলভরা তালশাঁস, পেয়ারা, আঙুর খাওয়া যেতে পারে। এছাড়া খাদ্য-পানীয় হিসাবে বাতাবিলেবু তো আছেই।

সারাবছর সকালের দিকে অনেকেই পাকা কলা দুধ দিয়ে মেখে খায়। বর্তমানে গবেষণা বলে, দুধ-কলা একসঙ্গে খাওয়া ঠিক নয়। কথায় বলে ‘দুধ-কলা দিয়ে কালসাপ পোষা”-র কথা। কিন্তু সাপ দুধ বা কলা কোনোটাই খায় না।

বাজারে খোলা অবস্থায় রাস্তার ধারে বিক্রি হওয়া কাটা ফল না খাওয়াই ভালো। কারণ এতে বিভিন্ন জীবাণুর সংক্রমণের আশঙ্কা রয়েছে। গরমে বাড়িতেও দীর্ঘক্ষণ কাটা ফল ফেলে রাখা উচিত নয়। ডায়াবেটিস, রেনাল ফেলিওর বা অন্যান্য রোগের সমস্যা থাকলে বিশেজ্ঞের পরামর্শ মেনে সব্জী বা ফল নিজের খাদ্যতালিকায় রাখবেন।

হাঁসফাঁস গরমে রিচ খাবারগুলি বাদ রেখে প্লেন ভাত, টক ডাল, সব্জির তরকারি, দুধ, টকদই, লেবুর শরবত, ডাবের জল, গ্রীন টি খাওয়ার অভ্যাস করুন। অনেকেই গরমে পান্তাভাত খাওয়া পছন্দ করেন। এতে শরীর যেমন ঠান্ডা থাকে, রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। ঘরে বিভিন্ন ফলের তৈরি ঠান্ডা স্মুদি খেতে পারেন। দিনে কমপক্ষে ১২ গ্লাস জল খাবেন।

পৃথিবীতে নিজের অস্তিত্ব রক্ষা করতে গেলে কঠোর পরিশ্রম করে বেঁচে থাকতে হয়। শ্রমজীবি মানুষদের কি গরম, কী ঠান্ডা… শ্রম করতেই হবে। শ্রম করতে গেলে শরীরকে সুস্থ রাখা দরকার। তার জন্য দরকার সুষম আহার। তৃপ্তির সঙ্গে সপরিবারে শান্তির বাতাবরণে যা কিছু গ্রহণ করবেন, তাতে ক্লান্তি, অবসাদ কোনো এক যাদুমন্ত্রে হারিয়ে যাবে। গরমের দিনগুলোয় সপরিবারে সুস্থ থাকুন, সুস্থ রাখুন।।

Source : From various science journals and articles.


আপনার মতামত লিখুন :

3 responses to “শরীরকে সুস্থ রাখার জন্য গ্রীষ্মে প্রয়োজনীয় খাদ্যাভ্যাস : রিঙ্কি সামন্ত”

  1. বাহ! সঠিক সময়ে খুব প্রয়োজনীয় কথা। ভালো লাগল।

  2. তপন says:

    খুব ভালো। খরচের দিকটা একটু থাকলে আরও ভালো লাগতো।

  3. ASIS KRISHNA ACHARYA says:

    আজ বাজার থেকে ফল আর লাউ বাদ দিয়ে লাল কুমড়ো ও প্রচুর ঢ্যাড়স পটল ঝিঙে তরমুজ 🍉 ও সব সবজি কিনেছি,লেবু শুদ্ধ।
    ঢেড়স কুমড়ো উচ্ছে। এগুলো র আরো উপকারিতা কোষ্ঠ সরল রাখে।
    লাল কুমড়ো ও লাল শাক এন্টিওক্সিডেন্ট হিসেবে ও চোখ ভাল রাখে।
    খুব সুন্দর হয়েছে লেখাটি,তথ্য সন্নিবেশিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন