মঙ্গলবার | ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:০৭
Logo
এই মুহূর্তে ::
‘হরিপদ একজন বেঁটে খাটো সাদামাটা লোক’-এর গল্প হলেও… সত্যি : রিঙ্কি সামন্ত রোহিঙ্গা সংকট — ফেলে আসা বছর ও আগামীদিনের প্রত্যাশা : হাসান মোঃ শামসুদ্দীন বাংলার নবজাগরণের কুশীলব (পঞ্চম পর্ব) : দিলীপ মজুমদার ‘রাঙা শুক্রবার অথবা কহরকন্ঠ কথা’ উপন্যাস বিষয়ে শতদল মিত্র যা বললেন রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয় : গোলাম মুরশিদ কেজরিওয়াল হারলো প্রশাসনের বিভিন্ন স্তরে অরাজকতা ও দায়িত্বজ্ঞানহীনতার জন্য : তপন মল্লিক চৌধুরী বাংলার নবজাগরণের কুশীলব (চতুর্থ পর্ব) : দিলীপ মজুমদার সাহেব লেখক দেড়শো বছর আগেই বলেছিলেন পঞ্চানন কুশারীর কবিয়াল হওয়ার সম্ভাবনার কথা : অসিত দাস বাংলার নবজাগরণের কুশীলব (তৃতীয় পর্ব) : দিলীপ মজুমদার সর্বপাপবিনাশীনি জয়া একাদশী ব্রত মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত বাংলার নবজাগরণের কুশীলব (দ্বিতীয় পর্ব) : দিলীপ মজুমদার বাজেটে সাধারণের জীবনমানের উন্নয়নের একটি কথাও নেই : তপন মল্লিক চৌধুরী শঙ্খ ঘোষ-এর ‘এখন সব অলীক’ নস্টালজিক অনুভূতি দিয়ে ঘেরা মায়াময় এক জগৎ : অমৃতাভ দে বাংলার নবজাগরণের কুশীলব (প্রথম পর্ব) : দিলীপ মজুমদার কালো গোঁসাইয়ের চিঠি — চিঠিকেন্দ্রীক স্মৃতির পুনর্জীবন : মোঃ তুষার উদ্দিন নব নব রূপে : নন্দিনী অধিকারী সরস্বতীর বীণা কচ্ছপী ও গজকচ্ছপ বাঙালি বুদ্ধিজীবী : অসিত দাস মহাকুম্ভ উপলক্ষে এবার যে জনপ্লাবন দেখা যাচ্ছে, তা এককথায় অভূতপূর্ব : অসিত দাস মৈত্রেয়ী ব্যানার্জি-র ছোটগল্প ‘আখের রস’ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘সরস্বতী দিদিমণি’ মহাকুম্ভ থেকে মহাদুর্ঘটনা দায় কার : তপন মল্লিক চৌধুরী কুমোরপাড়ার মৃৎশিল্পীরা খুঁজছে মাটির নিরাপত্তা : রিঙ্কি সামন্ত জিবিএস নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই, মত চিকিৎসকদের : মোহন গঙ্গোপাধ্যায় বিন্যাসকে ভিন্নমাত্রায় নিয়ে গেছেন গল্পকার অনিশ্চয় চক্রবর্তী : পুরুষোত্তম সিংহ বিমল কর-এর ছোটগল্প ‘খিল’ মৌনী অমাবস্যায় তৃতীয় শাহি স্নান : রিঙ্কি সামন্ত ঢেঁকি নেই, নেই ঢেঁকিশাল, গ্রামের মানুষের কাছে আজ ইতিহাস : মোহন গঙ্গোপাধ্যায় টাকা মাটি, মাটি টাকা : দিলীপ মজুমদার মির্জা নাথানের চোখে বাংলার ভুঁইয়াদের হাতি : মাহবুব আলম ভিয়েতনামের গল্প (অষ্টম পর্ব) : বিজয়া দেব
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর  আন্তরিক শুভেচ্ছা শুভনন্দন।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

কেজরিওয়াল হারলো প্রশাসনের বিভিন্ন স্তরে অরাজকতা ও দায়িত্বজ্ঞানহীনতার জন্য : তপন মল্লিক চৌধুরী

তপন মল্লিক চৌধুরী / ৬৪ জন পড়েছেন
আপডেট শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

মোদীর নেতৃত্বে বিজেপি ২০১৪ সালে দিল্লির তখতে বসলেও, এতদিন পর্যন্ত দিল্লি বিধানসভা তাদের দখলে ছিল না। এবার, কেজরিওয়াল-সহ আম আদমি পার্টকে উড়িয়ে দিয়ে, কেন্দ্রের পাশাপাশি দিল্লি রাজ্যেও বিজেপির শাসন কায়েম হল। উল্লেখ্য, বিগত এক দশক দিল্লির গদিতে ছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিজেপি ২০১৫ এবং ২০২০ সালের দিল্লি বিধানসভা ভোটের ফলাফলে ডাবল ফিগারে পৌঁছাতে না পারলেও ২০২৫ সালের নির্বাচনের আগে একাধিক আম আদমি পার্টির কম্যান্ডর কেজরিওয়ালকে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। তাঁর বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলার অভিযোগ হয়, এর জন্যে তিনি জেলে পর্যন্ত গিয়েছেন। তার আগে দুর্নীতির দায়ে অভিযুক্ত হন আম আদমি পার্টির হেভিওয়েট নেতা মন্ত্রী মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, তাঁরাও জেলে গিয়েছিলেন। অথচ এই আম আদমি পার্টির জন্ম হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্যে। কিন্তু সেই দলের প্রথম সারির নেতারাই দুর্নীতির অভিযোগে জর্জরিত হয়ে পড়লেন। তবে কি এই আবহেই ২০২৫-এর দিল্লি বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে উড়ে গেল ঝাড়ু।

বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লির ৭টি আসনের সবকটিতেই বাজিমাত করেছিল। কিন্তু পরের বছর দিল্লির বিধানসভা ভোটে দিল্লিতে ডাবল ফিগারে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল। তার আগে ২০১৪ সালের মোদী ঝড়েও দিল্লি বিধানসভা ভোটে আপের খুঁটি নাড়াতে ব্যর্থ হয়েছিল। কিন্তু এবারের বিধানসভায় আম আদমি পার্টি হেরে গেল কেন? অনেকেই বলেন আম আদমি পার্টির জন্ম হয়েছিল মধ্যবিত্তের বিরক্তি-ঘেন্না থেকে। যে কারনে বিগত বছরগুলিতে আম আদমি পার্টির জনকল্যাণমূলক সব প্রকল্পই গরিবদের জন্য — এর মধ্যে কোনো ভুল নেই। উল্লেখ্য, মধ্যবিত্তের সংজ্ঞা ক্ষেত্রবিশেষে আলাদা আলাদা হয়ে যায়। প্রসঙ্গত, ২০২২ সালে ‘পিপল রিসার্চ অফ ইন্ডিয়াস কনজিউমার ইকোনমি’-র একটি রিপোর্ট জানাচ্ছে, দিল্লির মোট জনসংখ্যার ৬৭.১৬ শতাংশই মধ্যবিত্ত। মধ্যবিত্তের মুখ চেয়ে জনকল্যাণমূলক প্রকল্পগুলি কি আপ সরকারের পক্ষে আসেনি?

আসলে যে দুর্নীতি-বিরোধী স্বচ্ছ ভাবমূর্তিকে হাতিয়ার করে আম আদমি পার্টি দিল্লিতে বাজিমাত করেছিল, সেটাই আপ কম্যান্ডার অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এবং পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়াল। বস্তুতপক্ষে পরিস্থিতি এমন জায়গায় এসে পৌঁছায় যে একের পর এক হেভিওয়েট আপ নেতারা হেরে গেলেন। জিততে ব্যর্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া, মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠকের মতো আপ নেতারা। বিষয়টাকে মোটেও অপ্রত্যাশিত বলছেন না বিশেষঙ্গরা। তাঁদের মত, কেজরি-সহ তাঁর দলের নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি বেশিদিন ছিল না, দেরিতে হলেও গত পাঁচ বছরে তাতে বারংবার ধাক্কা লেগেছে। রাজনৈতিক চক্রান্তের শিকার যতই বলা হোক না কেন আবগারি দুর্নীতি মামলায় সিসোদিয়া এবং কেজরিওয়ালের মতো নেতা মন্ত্রীকে জেলে যেতে হয়েছে। এরা দুজনেই আম আদমি পার্টির সবথেকে জনপ্রিয় মুখ, এঁদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার জন্য জেল যেতে হলে, যতই রাজনৈতিক চক্রান্তের শিকার দাবি করুন না, জনমানসে দু’জনেরই স্বচ্ছ ভাবমূর্তিতে কালির ছিটে লেগে যাবেই এবং তার ফল পেতে হবেই।

কেজরিওয়াল-সহ আম আদমি পার্টির ভাবমূর্তি ধাক্কা খায় শিসমহল বিতর্কেও। দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরিওয়ালের বাসভবন নিয়ে বারংবার কটাক্ষ করেছে বিজেপি। একাধিক রিপোর্ট অনুযায়ী, ক্যাগ-এর তথ্যে উঠে এসেছে যে প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কারের জন্য ৭.৯১ কোটি টাকা খরচ হবে বলে ধরা হয়েছিল। শেষপর্যন্ত যখন বরাত দেওয়া হয়, তখন সেই অঙ্ক বেড়ে পৌঁছায় ৮.৬২ কোটি টাকায়। আর কাজ শেষ হলে দেখা যায় যে ৩৩.৬৬ কোটি টাকা খরচ হয়েছে। এর পালটা মোদীকে কটাক্ষ করে ‘রাজমহল’ শব্দবন্ধ ব্যবহার করতে শুরু করেছিল কেজরি ও তার দল। কিন্তু বিজেপির প্রচারই যে শেষ পর্যন্ত জনমানসে প্রভাব ফেলেছে, সেটা ভোটের ফলাফলেই স্পষ্ট হয়ে গিয়েছে। কেজরি বা আপের যে ভাবমূর্তির কারণে একদিন যেমন বহু মোদী সমর্থক ২০১৫ এবং ২০২০ সালের দিল্লি বিধানসভা ভোটে কেজরিওয়ালের জন্য ভোট দিয়েছিলেন কিন্তু এবার তাঁরা সেটা আর করেননি। তার মানে আপের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে যার মধ্যে আবগারি দুর্নীতি এবং শিসমহল বিতর্ক অন্যতম।

অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল দীর্ঘদিন ধরেই তাঁর বিরোধীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন, যার মধ্যে অনেক অভিযোগ প্রমাণিত হয়নি। এমনকি তাঁকে সেই অভিযোগের জন্য অনেকবার ক্ষমাও চাইতে হয়েছে। স্বভাবতই তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কেজরিওয়াল এরপর অভিযোগ করেন যে হরিয়ানা সরকার দিল্লিতে বিষাক্ত জল সরবরাহ করছে এবং গণহত্যা ঘটাতে চাইছে। এই অভিযোগের পরও বিতর্ক হয়। কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সাইনি দিল্লি সীমান্তে গিয়ে সরাসরি জল পান করে কেজরিওয়ালের দাবি খণ্ডন করেন। রাজনীতিতে এসে কেজরিওয়াল ঘোষণা করেছিলেন যে তিনি বিলাসবহুল জীবনযাপন করবেন না। কিন্তু ক্ষমতায় আসার পর তিনি সরকারি নিরাপত্তা এবং বিলাসবহুল গাড়ি ব্যবহার করেছেন। উল্লেখ্য শীশমহল অত্যন্ত ব্যয়বহুল বাসভবন, জনমানসে এর নেতিবাচক প্রভাব যে পড়েছে তা নিয়ে আজ আর সন্দেহ নেই।

কেজরির বিরুদ্ধে এখনও কোনও দুর্নীতি প্রমাণিত হয়নি। প্রায় সব অভিযুক্তই জামিনে মুক্ত। আদৌ প্রমাণিত হবে কিনা সংশয় রয়েছে। কিন্তু দিল্লিতে আপের হারে বিরাট ফ্যাক্টর আবগারি দুর্নীতির অভিযোগ। কারণ এই দুর্নীতির অভিযোগে মাস ছয়েক জেলে থেকেছেন খোদ অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া থেকে সত্যেন্দ্র জৈনের মতো হেভিওয়েট নেতা। প্রশাসনে এর প্রভাব পড়েছে যেমন তেমনি প্রশাসনের বিভিন্ন স্তরে অরাজকতা, দায়িত্বজ্ঞানহীনতাও চোখে পড়েছে। ক্ষমতায় আসার পর আপ সরকার কিছু প্রতিশ্রুতি পূরণ করলেও বহু কাজ বাকি রয়ে গিয়েছে। তাছাড়া কেজরি খয়রাতির উপর ভরসা করে ভোটে জেতার আশা করেছিলেন। ভোটে জিততে হলে রাস্তাঘাট, পরিকাঠামোগত উন্নয়ন দরকার, সর্বস্তরের মানুষের কাছে উন্নয়নের আলো পৌঁছে দেওয়া দরকার, যেটা আপ সরকার প্রায় ভুলতে বসেছিল। দিল্লির বহু রাস্তাঘাটের বেহাল দশা, নর্দমায় জল জমা, অপরিচ্ছন্ন আবর্জনার স্তূপ এমনকী কেজরির গর্বের সরকারি স্কুল, মহল্লা ক্লিনিকেরও অবস্থা খুব খারাপ। প্রতিবছর শীতকালে দিল্লির বাতাসে বিষ ছড়িয়ে পড়ে। টানা ১০ বছর ক্ষমতায় থেকেও সমস্যার সমাধানে ব্যর্থ কেজরিওয়াল। দিল্লির মধ্যবিত্তরা খাপ্পা হয়ে উঠেছিলেন, তাদের ভোটই শেষে ফ্যাক্টর হয়ে গেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন