রবিবার | ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭
Logo
এই মুহূর্তে ::
রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন : শান্তা দেবী বাঙালি মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা : ড. মোহাম্মদ মনিরুজ্জামান সিন্ধু সভ্যতার ভূখণ্ড মেলুহা-র সঙ্গে বাণিজ্যে মাগান দেশ : অসিত দাস তদন্তমূলক সাংবাদিকতা — প্রধান বিচারপতির কাছে খোলা চিঠি : দিলীপ মজুমদার হেমন্তকুমার সরকার ও নজরুল-স্মৃতিধন্য মদনমোহন কুটির : ড. দীপাঞ্জন দে রামমোহন — পুবের সূর্য পশ্চিমে অস্তাচলে গেলেও শেষ জীবনে পিছু ছাড়েনি বিতর্ক : মোহন গঙ্গোপাধ্যায় মাওবাদী দমন না আদিবাসীদের জমি জঙ্গল কর্পোরেট হস্তান্তর : তপন মল্লিক চৌধুরী জৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে শ্রী অপরা একাদশী মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত পর্যটন মানচিত্রে রামমোহনের জন্মভূমিতে উন্নয়ন না হওয়ায় জনমানসে ক্ষোভ : মোহন গঙ্গোপাধ্যায় সংগীতে রবীন্দ্রনাথ : সৌম্যেন্দ্রনাথ ঠাকুর গোয়ার সংস্কৃতিতে সুপারি ও কুলাগার কৃষিব্যবস্থা : অসিত দাস পুলওয়ামা থেকে পহেলগাঁও, চিয়ার লিডার এবং ফানুসের শব : দিলীপ মজুমদার ক্যের-সাংরী কথা : নন্দিনী অধিকারী সুপারি তথা গুবাক থেকেই এসেছে গোয়ার নাম : অসিত দাস রোনাল্ড রসের কাছে জব্দ ম্যালেরিয়া : রিঙ্কি সামন্ত রাজ্যে পেঁয়াজের উৎপাদন বাড়ছে, কমবে অন্য রাজ্যের উপর নির্ভরতা : মোহন গঙ্গোপাধ্যায় উনিশের উত্তরাধিকার : শ্যামলী কর কেট উইন্সলেটের অভিনয় দক্ষতা ও চ্যালেঞ্জিং ভূমিকার ৩টি চলচ্চিত্র : কল্পনা পান্ডে হিন্দু-জার্মান ষড়যন্ত্র মামলা — আমেরিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের সংকট : সুব্রত কুমার দাস সিন্ধুসভ্যতার ভাষা যে ছিল প্রোটোদ্রাবিড়ীয়, তার প্রমাণ মেলুহা তথা শস্যভাণ্ডার : অসিত দাস চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (শেষ পর্ব) : সুব্রত কুমার দাস জাতিভিত্তিক জনগণনার বিজেপি রাজনীতি : তপন মল্লিক চৌধুরী গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তালশাঁসের চাহিদা : রিঙ্কি সামন্ত চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (ষষ্ঠ পর্ব) : সুব্রত কুমার দাস ভারতের সংবিধান রচনার নেপথ্য কারিগর ও শিল্পীরা : দিলীপ মজুমদার চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (পঞ্চম পর্ব) : সুব্রত কুমার দাস আলোর পথযাত্রী : মৈত্রেয়ী ব্যানার্জী চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (চতুর্থ পর্ব) : সুব্রত কুমার দাস কন্নড় মেল্ল থেকেই সিন্ধুসভ্যতার ভূখণ্ডের প্রাচীন নাম মেলুহা : অসিত দাস রবীন্দ্রনাথের চার্লি — প্রতীচীর তীর্থ হতে (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা (গুরু পূর্ণিমা) আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

রামকৃষ্ণ মিশন মানে ধর্মকর্ম নয়, কর্মই যাঁদের ধর্ম তাঁরাই যোগ্য : মৈত্রেয়ী ব্যানার্জী

মৈত্রেয়ী ব্যানার্জী / ৩৯২ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

কদিন আগেই ঘটে গেছে একটি ধর্মীয় হত্যাকান্ড। নারকীয়, ঘৃণ্য এই নরমেধ যজ্ঞ হয়েছে ভূস্বর্গে। এটাই Irony। যে স্থানে পা রাখলে মনে হয় যদি স্বর্গ কোথাও থাকে সে এখানেই, সে এখানেই। কিন্তু একই ভাবে বলা যেতে পারে নরক যদি কোথাও থেকে থাকে সে এখানেই। কারণ এখানে একটি বিশেষ ধর্মের মানুষ অন্য একটি বিশেষ ধর্মের মানুষকে Identify করে করে মেরেছে। এমনকি কিছু বিশেষ চিহ্ন দেখে confirm হয়ে মারা হয়েছে। ভয়ংকর দুঃখের এটাই যে, এই কাশ্মীর শঙ্করাচার্যের এবং এই কাশ্মীর বাঙালি তথা গোটা জগতের স্বামী বিবেকানন্দের। এই পহেলগাঁও-এর উপর দিয়ে ভগিনী নিবেদিতা ও অন্যান্য কয়েকজনকে নিয়ে তিনি অমরনাথ যাত্রা করেছিলেন। এই অমরনাথের কাছেই তিনি পেয়েছিলেন ইচ্ছামৃত্যুর আশীর্বাদ। আর এই কাশ্মীরেই ক্ষীর ভবানী মন্দিরে তিনি অন্য ধর্মের এক শিকারা চালকের কন্যাকে কুমারীমাতা রূপে পূজা করে দেখিয়ে দিয়ে গেছেন ধর্ম কারো ভাতের হাঁড়িতে থাকে না, কারো শরীরের বিশেষ চিহ্নেও থাকে না।

১৮৯৭-এর পয়লা মে প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ মিশন। বিবেকানন্দর স্বপ্ন সাকার হল। মিশন প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য ছিল শ্রী শ্রী রামকৃষ্ণের আদর্শ প্রচার করা এবং মানুষের মধ্যে ঈশ্বর চেতনা জাগ্রত করা। ঈশ্বর চেতনার মাধ্যমে মানুষের বোধ উন্নত করা, জনকল্যাণমুখী ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা বিস্তার এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও চিকিৎসার মাধ্যমে মানুষের পাশে থাকা। এখানে ধর্মের কথা নেই। পুজোর ঘন্টা নাড়া নেই। আছে শুধু জনকল্যাণ, আছে শুধু মানুষ হয়ে মানুষের পাশে থাকা।

মিশন তৈরি হয়ে যাবার আটত্রিশ বছর পরের একটি ঘটনা দেখলে খানিক মিশন সম্বন্ধে মানুষের ধারণা হবে। তারিখটা ৭ই ফেব্রুয়ারি ১৯৩৫, স্থান হরিদ্বার। স্বামী সর্বগতানন্দের স্মৃতিচারণা। “বাজারের কাছে এসে যখন আমি জিজ্ঞেস করতে লাগলাম, রামকৃষ্ণ মিশনের স্থানীয় কেন্দ্রটা কোথায় তখন কেউই আমার কথা বুঝতে পারছে না।… সেখানে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গঙ্গা খালের ধারে একটা সুন্দর বাড়ি নজরে এলো, সেখানে সাইনবোর্ড আঁটা ‘ম্যাড্রাসি ধর্মশালা’। ভিতরে ঢুকে গিয়ে এক স্বামীকে জিজ্ঞেস করলাম : রামকৃষ্ণ মিশন সেন্টারটা কোথায়? সন্ন্যাসী বলল, ও! তুমি বাঙালি হাসপাতালের কথা জিজ্ঞেস করছ! তাই হবে নিশ্চয়। সন্ন্যাসী জানতে চাইল, কেন আমি ওখানে যেতে চাইছি? আমি বললাম, ‘আমি রামকৃষ্ণ মিশনে যোগ দিতে এসেছি।’ সন্ন্যাসী আমাকে নিরুৎসাহ করে বললেন আমাদের এখানে যোগ দাও। ‘না, আমি রামকৃষ্ণ মিশনে যোগ দেব সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।'”

এবার সন্ন্যাসীর কাছে পথের সন্ধান পাওয়া গেল। নারায়ণ মহারাজ বা স্বামী সর্বগতানন্দ তখন তরুণ। হাঁটতে হাঁটতে মস্ত একটি কম্পাউন্ড দেখতে পেলেন। হাসপাতালে ঢুকে বেশ কিছু পরে এক সন্ন্যাসীর দেখা পেলেন। অন্ধ্রপ্রদেশ থেকে আগত এই তরুণ শুধুমাত্র মানুষকে সেবা করার জন্য রামকৃষ্ণ মিশনে যোগ দিতে এসেছিলেন। ওঁকে গঙ্গাধর মহারাজ বা স্বামী অখন্ডানন্দ মহারাজ দীক্ষা দেন। তারপর বলেন, “এখান থেকে হাজার মাইল দূরে কনখলে মিশনের একটি সেবাশ্রম আছে। সেখানে তোমায় পায়ে হেঁটে যেতে হবে। পারবে তো?” বাইশ বছরের নারায়ণ পায়ের জুতো খুলে ফেললেন। শুরু হল পরিক্রমা। স্বামী কল্যাণানন্দ নারায়ণকে অতীত সম্পর্কে জানতে চেয়েছিলেন। তারপর স্বামী অখন্ডানন্দের চিঠিটা পড়ে নারায়ণকে শোনালেন। “এই ছেলেটাকে তোমার কাছে পাঠাচ্ছি, ওকে দেখাশোনা কোরো।” ব্যস। আর কিচ্ছু নেই। নারায়ণ যে সুদূর অন্ধ্রপ্রদেশ থেকে হরিদ্বার এলেন, এবং তারপরে পায়ে হেঁটে কনখলে এলেন সন্ন্যাসী হতে, সেই সন্ন্যাসের কোনো উল্লেখ স্বামী অখন্ডানন্দের চিঠিতে নেই।

নারায়ণ মহারাজ পরে বলেছেন যে তিনি এমন একটি জায়গার সন্ধানে ছিলেন যেখানে আধ্যাত্মিক উন্নতির সঙ্গে মানুষের সেবা সমান ভাবে চলবে। কারো সঙ্গে কারো বিরোধ থাকবে না। ধর্ম ও কর্ম সমভাবে চলবে। আমরা যদি রামকৃষ্ণ মিশনের প্রতীকটি লক্ষ্য করি তাহলে দেখব কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ এবং পরমাত্মার মিলনস্থল। এটি স্বামী বিবেকানন্দের নিজের ডিজাইন করা।

তরঙ্গায়িত জল : কর্মের প্রতীক। এটি নির্দেশ করে যে কর্মের ঢেউয়ে জীবন অগ্রসর হয়।

পদ্ম : ভক্তির প্রতীক। পদ্ম ফুলটিকে পবিত্রতা ও ভালোবাসার প্রতীক ধরা হয়।

উদীয়মান সূর্য : জ্ঞানের প্রতীক। এটি জ্ঞান ও প্রজ্ঞার আলো ছড়ানোর প্রতীক।

সর্প : যোগ ও জাগ্রত কুন্ডলিনী শক্তির প্রতীক। এটি শারীরিক ও মানসিক শক্তিকে একত্রিত করে এবং আধ্যাত্মিক উন্নতির দিকে চালিত করে।

রাজহাঁস : পরমাত্মার প্রতীক। এটি আত্ম — সচেতনতা ও আধ্যাত্মিক উপলব্ধির প্রতীক।

এই প্রতীকটি মূলত কর্ম, যোগ, এবং জ্ঞানের সমন্বয়কে নির্দেশ করে। যা রামকৃষ্ণ মিশনের মূল আদর্শ।

কনখলে পৌঁছে কদিন পর নারায়ণ বলেছিলেন স্বামী কল্যাণানন্দকে যে তিনি হাসপাতালের কাজে সাহায্য করতে চান। স্বামী কল্যাণানন্দ তখন জিজ্ঞেস করেছিলেন, “তুমি এখানে আসার আগে কি করতে?” নারায়ণ জবাব দিলেন যে তাঁর ব্যাঙ্কিং এবং অ্যাকাউন্টিং — এ যৎকিঞ্চিৎ অভিজ্ঞতা আছে। মহারাজ বললেন, “এটাই তো চাইছিলাম।” এরপরে মহারাজের রসিকতা — “জীবনকালে চুন-সুরকির ব্যবসা করত এমন একজন লোক স্বর্গে গেলেন। স্বর্গে মানুষটা কি করবে? ওখানেও অবশ্যই চুন-সুরকি বেচবে। তুমিও সাক্ষাৎ স্বর্গে এসেছ, কিন্তু তোমার ভাগ্যেও একই অবস্থা হতে চলেছে।”

সংসার ছেড়ে দক্ষিণারঞ্জন গুহ বেলুড়ে ১৮৯৮ সালে এসে হাজির। তিনি ডাক্তারি পড়েছেন দুটি বছর। এই সময় স্বয়ং স্বামীজি ওখানে উপস্থিত। তিনি রসিকতার লোভ সামলাতে পারেন নি। গ্রাম্য সরল ছেলেটিকে স্বামীজি বললেন, “আচ্ছা, ধর আমার কিছু টাকা দরকার, তার জন্যে যদি তোকে চা বাগানের কুলী বলে বিক্রি করি — তুই রাজী আছিস তো?” বরিশালের পোলা এক কথায় রাজী হলেন।

এই দক্ষিণারঞ্জন সন্ন্যাস নিয়ে নাম পেলেন স্বামীজির থেকে স্বামী কল্যাণানন্দ। কেন এমন নাম? জীবের কল্যাণের জন্য নিশ্চয়। বেলুড়ে সন্ন্যাস দিয়ে বিবেকানন্দ বললেন, “কল্যাণ আমাকে কি গুরুদক্ষিণা দেবে?” কল্যাণের কাছে কিছুই ছিল না। তিনি বললেন, “আমি নিজেকেই আপনার দাসরূপে আপনাকে নিবেদন করছি।”

এতসব কথার অবতারণা শুধু এইটুকুর জন্য যে রামকৃষ্ণ মিশন মানে ধর্মকর্ম নয়। কর্মই যাঁদের ধর্ম হয়েছে তাঁরাই শুধু এই মিশনের যোগ্য। শুধু ধ্যান করা আর অং বং চং মন্ত্র পড়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা নয়। মানুষের ধর্ম সে মানুষ।

অন্ধকার এখন খুব গাঢ়। সেই সময়ও অন্ধকার কম ছিল না। তবে সেসময় একটি বিবেকানন্দ ছিলেন। অন্যায়ে তিনি নীরবে কষ্ট পেতেন। “ঠাকুরঘরে ঠাকুরের সামনে মার্বেল পাথরটায় জল দিয়ে বেশ করে ভিজিয়ে রেখে আয়। মোটে মুছবি না। দেখছিস না, চারিদিকে কী হচ্ছে? সব শরীর জ্বলে যাচ্ছে, তাই আত্মারামের কাছে গড়াগড়ি দিচ্ছিলাম, ঠান্ডা হবো, সব শরীর জুড়াবো বলে।”

বিবেকানন্দ তাঁর প্রতিষ্ঠিত মঠ ও মিশনকে সবচেয়ে কম সময় দিতে পেরেছেন। মিশনের শৈশবেই তিনি ইহলীলা সংবরণ করেছেন। কিন্তু একশো আঠাশ বছর পরেও এই মিশনের ক্রমবিস্তার অব্যাহত। আজও ভারতমাতাকে এই সংঘ শতাধিক সন্ন্যাসীসন্তান উপহার দিয়ে চলেছে। প্রেমের সঙ্গে নিয়ম, নীতি ও নিষ্ঠার মেলবন্ধনে স্বামীজি এই সংঘকে এমন ভাবে বেঁধে দিয়েছেন যে এটি সহজেই কালের পরীক্ষায় উত্তীর্ণ। এইখানেই সংগঠক বিবেকানন্দের অবিশ্বাস্য সাফল্য।


আপনার মতামত লিখুন :

2 responses to “রামকৃষ্ণ মিশন মানে ধর্মকর্ম নয়, কর্মই যাঁদের ধর্ম তাঁরাই যোগ্য : মৈত্রেয়ী ব্যানার্জী”

  1. Bhaswati Mitra says:

    ভারি সুন্দরভাবে রামকৃষ্ণ মিশনের প্রকৃত চরিত্র আঁকা হয়েছে। কর্ম যে তাঁদের প্রাণ ও ধর্ম, একথা আজও সমান সত্যি।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন