সেই কবে অচেনা নবকুমারকে এ প্রশ্ন করিয়াছিল অরণ্যবালিকা কপালকুণ্ডলা। অরণ্যের জটিল জটার জালে পথ হারাইয়াছিল নবকুমার। পথিকের পথ হারাইবার প্রশ্নটি উঠিয়াছে যুগে যুগে। নব যুগে জনারণ্যে পথ হারাইয়া ফেলে পথিক। বিমূঢ় বিভ্রান্ত হয়। পথ খুঁজিতে গিয়া আবার বিপথে যায়। পথ হারাইয়া নবকুমার কাপালিকের খপ্পরে পড়িয়াছিল। এ যুগের কাপালিক রাজনৈতিক নেতারা। পথ খুঁজিতে গিয়া পথিক তাঁহাদের
বিস্তারিত...