ঝোপ জঙ্গল আছে। সন্ধ্যা হলেই শেয়ালের হাঁকডাক আছে। এরই মাঝে দুটি পুকুর আছে, তবে আগের মতো নেই। এই পরিবেশেই যুগপুরুধের স্মৃতি-বিজড়িত বসত বাড়িটি ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়ে আছে। গা থেকে লতাপাতা সরিয়ে নেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ধ্বংসাবশেষটুকু টিকিয়ে রাখতে টনক নড়েনি প্রশাসনের। জায়গাটিকে কেন্দ্রীয় পর্যটনের মানচিত্রে যাতে তুলে ধরা যায় তার জন্য এখনও কাজ শুরু হয়নি।
বিস্তারিত...