শুক্রবার | ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩
Logo
এই মুহূর্তে ::
চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (শেষ পর্ব) : সুব্রত কুমার দাস জাতিভিত্তিক জনগণনার বিজেপি রাজনীতি : তপন মল্লিক চৌধুরী গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তালশাঁসের চাহিদা : রিঙ্কি সামন্ত চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (ষষ্ঠ পর্ব) : সুব্রত কুমার দাস ভারতের সংবিধান রচনার নেপথ্য কারিগর ও শিল্পীরা : দিলীপ মজুমদার চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (পঞ্চম পর্ব) : সুব্রত কুমার দাস আলোর পথযাত্রী : মৈত্রেয়ী ব্যানার্জী চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (চতুর্থ পর্ব) : সুব্রত কুমার দাস কন্নড় মেল্ল থেকেই সিন্ধুসভ্যতার ভূখণ্ডের প্রাচীন নাম মেলুহা : অসিত দাস রবীন্দ্রনাথের চার্লি — প্রতীচীর তীর্থ হতে (শেষ পর্ব) : রিঙ্কি সামন্ত চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (তৃতীয় পর্ব) : সুব্রত কুমার দাস লোকভুবন থেকে রাজনীতিভুবন : পুরুষোত্তম সিংহ চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (দ্বিতীয় পর্ব) : সুব্রত কুমার দাস রবীন্দ্রনাথের চার্লি — প্রতীচীর তীর্থ হতে (প্রথম পর্ব) : রিঙ্কি সামন্ত রবীন্দ্রনাথের ইরান যাত্রা : অভিজিৎ ব্যানার্জি ঠাকুরকে ঠাকুর না বানিয়ে আসুন একটু চেনার চেষ্টা করি : দিলীপ মজুমদার যুদ্ধ দারিদ্র কিংবা বেকারত্বের বিরুদ্ধে নয় তাই অশ্লীল উন্মত্ত উল্লাস : তপন মল্লিক চৌধুরী রবীন্দ্রনাথ, পঁচিশে বৈশাখ ও জয়ঢাক : অসিত দাস রবীন্দ্রনাথ, গান্ধীজী ও শান্তিনিকেতন : প্রভাতকুমার মুখোপাধ্যায় বাঙালী রবীন্দ্রনাথ : সৈয়দ মুজতবা আলী অনেক দূর পর্যন্ত ভেবেছিলেন আমাদের ঠাকুর : দিলীপ মজুমদার রবীন্দ্রনাথের প্রথম ইংরেজি জীবনী : সুব্রত কুমার দাস চল্লিশের রাজনৈতিক বাংলার বিস্মৃত কথাকার সাবিত্রী রায় (প্রথম পর্ব) : সুব্রত কুমার দাস শুক্লাম্বর দিঘী, বিশ্বাস করে দিঘীর কাছে কিছু চাইলে পাওয়া যায় : মুন দাশ মোহিনী একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য : রিঙ্কি সামন্ত নিজের আংশিক বর্ণান্ধতা নিয়ে কবিগুরুর স্বীকারোক্তি : অসিত দাস ঝকঝকে ও মজবুত দাঁতের জন্য ভিটামিন : ডাঃ পিয়ালী চ্যাটার্জী (ব্যানার্জী) সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা : লুৎফর রহমান রিটন সংস্কৃতি জগতের এক নক্ষত্রের নাম বসন্ত চৌধুরী : রিঙ্কি সামন্ত আংশিক বর্ণান্ধতাজনিত হীনম্মন্যতাই রবীন্দ্রনাথের স্কুল ছাড়ার কারণ : অসিত দাস
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা (গুরু পূর্ণিমা) আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা।  ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

আগামী প্রজন্মের মানবিকতা জাগিয়ে তুলতে ‘মানবিক দেওয়াল’-এর উদ্বোধন : মোহন গঙ্গোপাধ্যায়

মোহন গঙ্গোপাধ্যায় / ২৪৪ জন পড়েছেন
আপডেট সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

শিশুরাই নিজেদের জমানো টাকায় নতুন জামাকাপড় উপহার দিল দুস্থদের। এ যেন মানব সেবায় বড়োদের আন্তরিকতাকেও হার মানালো ছোটরা। বোকা ভাঁড়ে সারা বছর জমিয়ে রাখা টাকা একসঙ্গে করে পুজোর আগে ৪৪ জন অভাবি মানুষের হাতে নতুন পোশাক তুলে দিয়ে পা ছুঁয়ে প্রণাম করল তারা।

এমনই হৃদয় স্পর্শ করা ঘটনা ঘটলো হুগলির খানাকুলের বলাইচক নেতাজি সাধারণ পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে। উল্লেখ্য, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এক বছর আগে। ছোটরা অল্প অল্প করে পয়সা জমাচ্ছিল তাদের বোকা ভাঁড়ে। কথা ছিল ২৬ সেপ্টেম্বর সেগুলি অভাবী মানুষদের হাতে তুলে দেওয়া হবে।

শিশুদের মনে মানব সেবার আদর্শ গড়ে তুলতে বিদ্যাসাগরকে মনে রেখে দয়ার সাগর শীর্ষক এই প্রকল্পের সূচনা হয়েছিল। ওই সময় প্রাকৃতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় পূজোর ঠিক আগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া পাঠাগারের উদ্যোগে বস্ত্র বিতরণের একটি স্থায়ী প্রকল্প “মানবিক দেওয়াল” এরও উদ্বোধন করা হয়।

পাঠাগারের পক্ষ থেকে সবুজ ধারার বক্তব্য, আগামী প্রজন্মের মধ্যে মানবিকতা জাগিয়ে তোলার জন্যই এই ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে তা সার্থকভাবে রূপায়িত হয়েছে।”

এদিন স্থানীয় বাজারে পাঠাগারের একটি মার্কেট কমপ্লেক্সেরও উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ইতিহাস গবেষক দেবাশিস শেঠ, বিশিষ্ট সমাজসেবী রুপালি সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ১৪৩১ সংগ্রহ করতে ক্লিক করুন