শিশুরাই নিজেদের জমানো টাকায় নতুন জামাকাপড় উপহার দিল দুস্থদের। এ যেন মানব সেবায় বড়োদের আন্তরিকতাকেও হার মানালো ছোটরা। বোকা ভাঁড়ে সারা বছর জমিয়ে রাখা টাকা একসঙ্গে করে পুজোর আগে ৪৪ জন অভাবি মানুষের হাতে নতুন পোশাক তুলে দিয়ে পা ছুঁয়ে প্রণাম করল তারা।
এমনই হৃদয় স্পর্শ করা ঘটনা ঘটলো হুগলির খানাকুলের বলাইচক নেতাজি সাধারণ পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে। উল্লেখ্য, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এক বছর আগে। ছোটরা অল্প অল্প করে পয়সা জমাচ্ছিল তাদের বোকা ভাঁড়ে। কথা ছিল ২৬ সেপ্টেম্বর সেগুলি অভাবী মানুষদের হাতে তুলে দেওয়া হবে।
শিশুদের মনে মানব সেবার আদর্শ গড়ে তুলতে বিদ্যাসাগরকে মনে রেখে দয়ার সাগর শীর্ষক এই প্রকল্পের সূচনা হয়েছিল। ওই সময় প্রাকৃতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় পূজোর ঠিক আগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া পাঠাগারের উদ্যোগে বস্ত্র বিতরণের একটি স্থায়ী প্রকল্প “মানবিক দেওয়াল” এরও উদ্বোধন করা হয়।
পাঠাগারের পক্ষ থেকে সবুজ ধারার বক্তব্য, আগামী প্রজন্মের মধ্যে মানবিকতা জাগিয়ে তোলার জন্যই এই ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে তা সার্থকভাবে রূপায়িত হয়েছে।”
এদিন স্থানীয় বাজারে পাঠাগারের একটি মার্কেট কমপ্লেক্সেরও উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ইতিহাস গবেষক দেবাশিস শেঠ, বিশিষ্ট সমাজসেবী রুপালি সরকার প্রমুখ।