বাঙালির আধুনিক সংস্কৃতির পরিসরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক অত্যুজ্জ্বল নক্ষত্র তো বটেই, বরং বলা ভালো তিনি বাংলার মুখ। এই বাংলা-দেশের অসংখ্য জনপদের অগণিত মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আশা-আকাঙ্খার বয়ান তিনি নির্মাণ করেছেন অত্যাশ্চর্য ভাষায়। মহামারী ও দারিদ্র কবলিত এই লৌহযবনিকার মধ্য থেকে তাঁকে আরও নিবিড় করে ফিরে দেখার তাগিদ অনেকেই বোধহয় আমাদের মতো বোধ করছেন।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শতবর্ষে বর্তমান বাংলা ভাষার প্রধানতম কবি ও গদ্যকার জয় গোস্বামী ‘এখানে তোমার মাটি দেশ’ শীর্ষক এক দীর্ঘ কবিতা রচনা করেছিলেন। সেই কবিতা পাঠের সঙ্গে যুক্ত হলো বাংলার চিত্রকরদের নানা বিন্যাস। এইসব নিয়েই আমাদের বিভূতিভূষণ উদযাপন। (দৃশ্য সংস্থার নিবেদন)